“অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে মাছ ভরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।


সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে দশটায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউডিএফ মোঃ ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, প্রেসক্লাব সভাপতি মোঃ ইমাম হাসান কচি, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাছুম বিল্লাহ, সমবায় কর্মকর্তা নূরুল মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, মৎস্য চাষী ও মৎসজীবী উপস্থিত ছিলেন। শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় কোরবান আলী, মৎস্য পোনা উৎপাদনে বিশেষ অবদান রাখায় মোশাররফ হোসাইন ও সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদান রাখায় আবদুল আলী রাশেদকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন অতিথিরা।