ডিজিটাল সমতা - সকল বয়সের প্রাপ্যতা এ স্লোগানে প্রবীণদের কল্যানে প্রবীণ কল্যান সমিতি। বিশ্ব প্রবীন দিবস উপলক্ষে দাগনভূইয়া কল্যান সমিতির উদ্যোগে র‍‌্য।লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার দাগনভূঞা হাসপাতাল রোডে প্রবীণ কল্যান সমিতির কার্যালয় থেকে র‍‌্য।লি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কার্যালয়ে এসে শেষ হয়। পরে কৃষিবিদ আবদুল হালিমের সভাপতিত্বে দাগনভূঞা পৌর সভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদের এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মাষ্টার খুরশিদ আলম, দাগনভূঞার সাবেক সমাজ সেবা অফিসার হোসনে আরা, ডাঃ আবু বকর সিদ্দিক. বিশিষ্ট সংগঠক ও ব্যাংকার মিজানুর রহমান হিরো, দাগনভূঞা বালিকা বিদ্যালয়ের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক আবদুল রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন , শফিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে সরকারি, বেসরকারী, বর্তমান সাবেক বিভিন্ন শ্রেণির প্রবীণরা ও উপস্থিত ছিলেন। প্রবীণদের মধ্যে যারা অসুস্থ আছেন এবং মারা গেছেন সকলের জন্য দোয়া কামনা করা হয়।