দাগনভূঞা ন্যাশনাল হসপিটালে রোগীদের অপেক্ষা যেন শেষ নেই ।সকাল সাড়ে ৯ টা থেকে ভোরের কষ্ট নিয়ে রোগীরা বসে থাকলেও বাতঙব. ব্যথা পক্ষাঘাত ও হাড় ভাঙ্গা বিশেষজ্ঞ ডাঃ মোঃ খায়েরুজ জামান বিলম্ভ করে (১০টায় আসার কথা সাড়ে ১১টা আসে) আসার পরও অথচ আগে তিনি প্রথমে রোগীদের না দেখে ব্যস্ত হয়ে পড়েন ওষুধ কোম্পানির এমআরদের সঙ্গে যারা হাতে নিয়ে এসেছিল উপহার সামগ্রী।


রোগীদের অভিযোগ  ডাক্তার রোগীর কষ্ট বোঝেন না।শুধু ভিজিট, গিফট ও টেস্টে ব্যস্ত। একজন ভুক্তভোগী রোগী  জানান ৬ মাস ধরে সপ্তাহে দুইবার ৮০০ টাকা ভিজিট দিচ্ছেন।গত ১৫ আগস্ট ৫০ টাকা কম দিতে চাইলে ডাক্তারের সহকারি ফিরিয়ে দেয়।(কম নেয়নি)।  " কষ্টের মূল্যে যদি এভাবে হয় তবে  আমরা কোথায় যাবো"।  এ ঘটনা

রোগী ও  স্বজনদের মধ্যে   ক্ষোভ দেখা দিয়েছে। এমন চরম অবহেলা সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।   স্থানীয় সচেতন বলেছে রোগীকে অবহেলা করে এমআরদের   প্রাধান্য দেওয়া চিকিৎসা নীতির পরিপন্হী।প্রশাসনের উচিত অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।