ভুক্তভোগী  ইব্রাহিম ফিলিং স্টেশন এর মালিক বাদশা জানান, তার ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য দাগনভূঞার উদরাজজপুরের  শাহিন নামের এক কথিত বিএনপি'র  নেতা আসলে তেল দেওয়ার পরে টাকা  ভাংতি নাই বলে  তিনি টাকা দিতে অপারগতা জানান।মালিকপক্ষ বাদশা তাকে টাকা দিয়ে যাওয়ার জন্য বলেন,এ নিয়ে ভিক্টিম শাহীন বাগবিতন্ড করেন এবং দেখে নিবে বলে হুমকি দেন, ভুক্তভোগী ব্যবসায়ী বাদশা  আরো অভিযোগ করেন এর কিছুদিন আগে শাহীন নামের এই কথিত নেতা তার কাছে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। হুমকি দিয়ে শাহীন চলে গেলে বাদশা ব্যবসায়িক কাজ শেষ করে রাতে বাড়ি ফেরার সময় পথিমধ্যে একদল দুর্বৃত্তরা তাকে সশস্ত্রভাবে হামলা করে তাকে ছুরি চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে, তার চিৎকার শুনে আশেপাশের লোক  চলে আসলে  ভিকটিমরা  দ্রুত পালিয়ে যায়, এবং উপস্থিত জনগণ  ব্যবসায়ী বাদশাকে সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। ভিকটিম শাহিন এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কিছু জানে না বলে অস্বীকার করে বলে এটা তাকে নিয়ে মিথ্যার ষড়যন্ত্র পাঁয়তারা চলছে। বিভিন্ন গোপন সূত্রে এবং অতীতে রেকর্ডে জানা যায় এই শাহিন একসময়  দাগনভূঞার ছাত্রলীগের বড় ক্যাডার ছিল, কার ছায়াতলে শাহিন এখন বিএনপির নেতা হিসেবে আবির্ভাব হলো তা বিএনপির জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।