০৭/০১/২০২৫ইং দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন গোয়ালডিহি গ্রামে ভুট্টা ক্ষেত থেকে ১৯ বছর বয়সী আনিছা নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত তরুণী গোহালডিহি গ্রামের ইলিয়াস হাজীপাড়া মৃত আলিম ইসলামের মেয়ে ও দুবুলিয়া গ্রামের মাহাফুজ আলমের স্ত্রী বলে যানা গেছে। নিহত তরুণীর মা রোকেয়া বেগম বলেন এক বছর পূর্বে আনিছা প্রেম করে পার্শ্ববর্তী  দুবুলিয়া গ্রামের মাহাফুজ আলমকে বিবাহ করে পরবর্তীতে যৌতুক দাবী করে কিন্তু আমরা যৌতুক দিতে না পারায় জামাই ও মেয়ে আমার বাড়িতেই এক বছর ধরে অবস্থান করছে। গতকাল সন্ধ্যায় জামাই মেয়েকে নিয়ে যেতে চাইলে আমরা তার সাথে পাঠিয়ে দেই। আর আজ মেয়ের লা*শ  দেখতে হবে ভাবতেও পারিনি। নিহতের শরিরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মা রোকেয়া বেগম ও এলাকাবাসীর দাবী আনিছাকে হত্যা করা হয়েছে আমরা অপরাধীর বিচার চাই। ঘটনার পর স্বামী মাহাফুজ আলম পলাতক রয়েছে এ ব্যাপার থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছ।