দিনাজপুর কালিতলায় থানার পার্শ্বে অবস্থিত সুজন মোটর্সে মো: সাইফুর রহমান গ্রাম:- দেওর, থানা:- বোচাগঞ্জ, জেলা:- দিনাজপুর তিনি একটি দেড় টন হাইসেন্স এসি পুরস্কার পেয়েছেন।
সুজন মোটরর্সে তিনি গত ৩০ জুন ২০২৫ তারিখে তিনি একটি TALILG -F 71 মোটরসাইকেল কিনে ছিলেন। তিনি মোটরসাইকেল কিনে সৌভাগ্যবান হিসেবে একটি দেড় টন হাইসেন্স inverter ac পুরস্কার পেয়েছেন। তিনি পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা হয়েছেন। তার পরিবারে অনেক খুশি বয়ে যাচ্ছে। তিনি বলেছেন তিনি ভাবতেও পারেননি যে তিনি মোটরসাইকেল কিনে এই এসিটি পুরস্কার হিসেবে পাবেন।
দোকান মালিক মোঃ সুজন বলেছেন, তাদের মোটরসাইকেল কিনলে মোটর সাইকেলের সাথে ১০,০০০ টাকা নিশ্চিত ডিসকাউন্ট দিচ্ছেন এবং টিভি, ফ্রীজ ও এসি পুরস্কার দিচ্ছেন। আপনাদের যাদের মোটরসাইকেল প্রয়োজন তাদের শোরুমে এসে মোটরসাইকেল চালিয়ে দেখে যেতে পারেন কিনে নিয়ে যেতে পারেন। তিনি আজ উক্ত ভাগ্যবান ব্যক্তিটিকে এসি পুরস্কার দিয়ে দেন।