দিনাজপুর বাহাদুর বাজারে ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার বেলা ১২ ঘটিকার সময় দিনাজপুর ভোক্তা অধিকার ও খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি অভিযান পরিচালিত করেছে

দিনাজপুর বাহাদুর বাজারে  ২৫ জুন ২০২৫ তারিখ বুধবার বেলা ১২ ঘটিকার সময় দিনাজপুর ভোক্তা অধিকার  খাদ্য  নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি অভিযান পরিচালিত করেছে

তারা বিভিন্ন দোকানে পরিদর্শন করে। চাউল দাম কম নেওয়ার জন্য সতর্ক করে। উক্ত অভিযানে রাকিব ট্রেডার্স  রিপা দৌলা মৌ ইভা চাঊল ঘরে প্রদর্শিত দামের চেয়ে  বিক্রয় মুল্য বেশী নেওয়ার জন্য দুটি দোকানকে   মোট ৫৫০০ টাকা জরিমানা করেছে

 উক্ত অভিযানটি নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন