কিশোরগঞ্জের করিমগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।সোমবার, ৩০ জুন সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।এসময় করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।করিমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বারঘড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তুফা কামাল প্রমুখ।উল্লেখ্য,১২ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।