আশুলিয়া থানায় নয়ারহাট বাজার ব্যবসায়িক সমিতির উদ্যোগে দিলীপ দাস হত্যাকারীর বিচারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৯ই মার্চ রবিবার রাত ৮:৩০ মিনিটে একদল ডাকাত ককটেল ফাটিয়ে নয়ারহাট বাজারে স্বর্ণ ব্যবসায়ী দিলীপ দাসকে কুপিয়ে হত্যা করে নগদ কয়েক লক্ষ টাকা এবং ২০ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। নিহত দিলীপ দাসের সন্তান দীপ দাস তার বাবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিশিষ্ট ব্যবসায়ী বসির আহমেদ বলেন, অবিলম্বে খুনিদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে ফাঁসি দিতে হবে। নচেৎ আমরা ব্যবসায়ী সমাজ ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিচার চাইবো। আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি বাছেদ দেওয়ান বলেন, আপনারা ব্যবসায়ী সমাজ খুনি ডাকাতদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেন এবং প্রত্যেক দোকানদার বাশের লাঠি রাখবেন, যাতে দুবৃর্ত্তদের মোকাবিলা করা যায়। নিহত পরিবারকে বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ ৫০ হাজার এবং বিএনপি নেতা বাছেদ দেওয়ান আরো ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।