দি ডেইলি অবজারভার পত্রিকার কালিহাতী প্রতিনিধি ও কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম মিয়ার বড়ভাই অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিয়া শুক্রবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে সহ বহু সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কালিহাতীর পাইকড়া গ্রামের প্রয়াত শিক্ষক মোতালেব মিয়ার বড় ছেলে।শনিবার(৯ নভেম্বর) সকালে কালিহাতীর পাইকড়া ঈদগাঁ মাঠে তার জানাজা নামাজ শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।জানাজা নামাজে করটিয়া সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মিয়া, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন, যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।মরহুমের ছোটভাই কামরুল ইসলাম মিয়া জানান, তার বড়ভাই রফিকুল ইসলাম মিয়া ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে কিডনিতে ব্যাথা অনুভুত হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিসাধীন অবস্থায় এদিন রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।