আজ সোমবার উপজেলা সরকারি কলেজের নিচ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় সাধারণ শিক্ষার্থী ।মিছিল টি উপজেলার প্রধান সড়ক লার্মা স্কোর , বোয়ালখালী গরু বাজার, বোয়াল খালি বাজার ঘিরে, কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলের স্লোগান ছিল, ইসরাইলের হামলা সইবে না বাংলা, ইসরাইলে হামলা কেন জাতিসংঘ জবাব চাই। বিশ্বের মুসলিম এক হও লড়াই কর।

খাগড়াছড়ি পার্বত্য জেলা দীঘিনালা উপজেলায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মজলুম ফিলিস্তানিদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন,দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজের সাধারণ শিক্ষার্থী ।

আজ সোমবার উপজেলা সরকারি কলেজের নিচ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় সাধারণ শিক্ষার্থী ।মিছিল টি উপজেলার প্রধান সড়ক লার্মা স্কোর , বোয়ালখালী গরু বাজার, বোয়াল খালি বাজার ঘিরে, কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।মিছিলের স্লোগান ছিল, ইসরাইলের হামলা সইবে না বাংলা, ইসরাইলে হামলা কেন জাতিসংঘ জবাব চাই। বিশ্বের মুসলিম এক হও লড়াই কর।

মিছিল শেষে বক্তারা বলেন দখলদার ইসরাইল বাহিনী নিরীহ ফিলিস্তিনি মা বোনদের উপর যে অন্যায় অবিচার হামলা করে বেড়াচ্ছে তা বন্ধ করতে হবে।বক্তারা বলেন ইসরাইল দখলদার বাহিনী যদি ফিলিস্তিনি নীরব ভাই-বোনদেরকে এভাবে হত্যা করতে থাকে হামলা করতে থাকে তাহলে পুরা বিশ্বের মুসলিম এক হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।তাই তারা জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে ইসরাইলের হামলা বন্ধ করতে।আর যেন কোন ফিলিস্তিনি মা বোনদের উপর গুলি না চলে।