রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হল রুমে ৮৫তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা করা হয়।এ-সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি’র সদস্য সাগরিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)র দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমীর চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রুয়েল চাকমা।

এমএন লারমা’র চেতনায় উজ্জীবিত হোক পাহাড়ের তরুণ প্রজন্ম” স্লোগানে জম্মু জাতীয় চেতনার অগ্রদ্রুত মহান নেতা এমএন লারমা’র ৮৫তম জন্মবার্ষিকীতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আলোচনা সভা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হল রুমে ৮৫তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা করা হয়।এ-সময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি’র সদস্য সাগরিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)র দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমীর চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রুয়েল চাকমা।

এদিকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের দীঘিনালা থানা কমিটির সভাপতি বিবেক চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা। এসময় তিনি তার বক্তব্য দাবী করে বলেন, পাহাড়ের শান্তি চুক্তি হয়েছে, তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়নি। পাহাড়ে আঞ্চলিক পরিষদ গুলো নির্বাচন হয়না। জেলা পরিষদ গুলো নির্বাচন ছাড়াই জেলা পরিষদ প্রতিনিধি নিয়োগ করা হয়। সরকারি চাকরি নিতে জেলা পরিষদকে দিতে হয় ১৫-২০ লাখ টাকা। মধ্যবিত্ত পরিবার এতো টাকা দিয়ে চাকরি পায়না। পাহাড়ের ভূমি নিষ্পত্তি কমিশন প্রথাগত রীতি অনুযায়ী বাস্তবায়ন করার দাবী জানান।