দীর্ঘ ছয় বছরের নিরলস পরিশ্রম ও সংগ্রামের পর অবশেষে অনার্স (স্নাতক) ডিগ্রি অর্জন করেছেন আরিফুল হক (আরিফ)। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কক্সবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সাধারণত ৪ বছরে শেষ হওয়ার কথা থাকলেও দেশের অনুকূল পরিস্থিতির অভাবে তার অনার্স কোর্স সম্পন্ন করতে সময় লেগেছে ৬ বছরেরও বেশি। এ দীর্ঘ সময়ে পড়াশোনার পাশাপাশি চাকরি ও পারিবারিক দায়িত্ব একসাথে সামলাতে হয়েছে তাকে। ফলে এ যাত্রাকে তিনি জীবনের এক ধরনের যুদ্ধ হিসেবেই দেখছেন।
আরিফুল হক তার এই অর্জনের জন্য সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি অসীম শুকরিয়া প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার বাবার না থাকার শূন্যতা আজ ১১ বছর। বাবার অভাব কখনো বুঝতে দেননি আমার মমতাময়ী মা। আমার প্রতিটি সাফল্যের পেছনে মায়ের অবদান অনস্বীকার্য।”
তিনি আরও জানান, বড় ভাই, বোন, প্রিয়জন, শিক্ষক, সহকর্মী ও বন্ধু-বান্ধবদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিশেষে আরিফুল হক বলেন, “আমার শিক্ষা ও অভিজ্ঞতা যদি সমাজ, দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে পারি, সেটিই হবে আমার জীবনের প্রকৃত সার্থকতা। একজন মানবিক মানুষ হতে পারি—এ কামনায় সবার দোয়া প্রার্থনা করছি।”