যদি লেখা একদিন হবে দেখা, দলিল থাকলে জমি পাবেন এটাই সত্যি। দীর্ঘ ৭৩ বছর অন্যের দখলে থাকা ৭৬ ডিসিম জমি নিজেদের দখলে নিলেন সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শত বছর বয়সী একটি মসজিদ কমিটির লোকজন।

১৯৫২সালে নবীপুর গ্রামের আফজাল মিয়া নবীপুর মৌজায় বিভিন্ন দাগে নোয়াখালী সেনবাগ উপজেলার ৯নং ইউনিয়নের  ঐতিহ্যবাহী নবীপুর বেচু পাটোয়ারী কেন্দ্রীয় জামে মসজিদের নামে ৭৬ ডিসিম ওয়াকফা করে দলিল করে দিয়েছিলেন। কিন্তু তার ওলি ওয়ারিশরা সে সম্পত্তি জমি কমিটিকে বুঝিয়ে না দিয়ে জেনারেশনের পর জেনারেশন ভোগ দখল করে আসছিলো। দীর্ঘ ৭৩ বছর পর মসজিদ কমিটির বর্তমান  সভাপতি জাকের হোসেন ও সাধারণ সম্পাদক রহিম মোল্লার নেতৃত্ব ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় এলাকাবাসী ও মুসল্লীদের উপস্থিততে তিনটি দাগে ৭৬ ডিসি জমির দাগ নাম্বার অনুযায়ী জমি গুলো সনাক্ত করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন - নোয়াখালী জেলার ওয়াকফা পরিদর্শক নাছির উদ্দীন,মসজিদ পরিচালনা কমিটির 
উপদেষ্ঠা হাজী রুহুল আমিন,ব্যবসায়ী সাহাব উদ্দিন, সার্ভেয়ার আইয়ুব খান,ইউপি সদস্য রহিম মোল্লা সহ শিক্ষক, সাংবাদিক,  এলাকার গন্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। 

মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানান- নবীপুর বেচু পাটোয়ারী কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াক্ফা মাবুদ দলিলে  মোট সম্পতি ৩২৯ ডিসিম রয়েছে। যার দলিল ও খতিয়ান মসজিদের নামে রয়েছে। ২০২২ সালে মসজিদের বর্তমান কমিটি মসজিদের ১৯৫ ডিসিম সম্পত্তি উদ্ধার করেছিলেন। আজ ৮ জানুয়ারি আরো ৭৬ ডিসিম জমি তারা মসজিদ কমিটির আওয়ত্বে নিয়েছেন। এছাড়া নবীপুর বাজারে মসজিদের আরো ৩৯ ডিসিম জায়গা বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তিদের দখলে রয়েছে।  তাহা উদ্ধার করতে প্রশাসন ও স্থানীয় এলাকা বাসীর সহযোগিতা চেয়েছেন মসজিদের বর্তমান কমিটি।