রাজশাহী দুর্গাপুর উপজেলা লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাঁচুবাড়ী, দেবিপুর, বখতিয়ারপর উচ্চ বিদ্যালয়, দেলুয়াবাড়ী ইউপি ও ডিজিটাল সেন্টার, দুর্গাপুর পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।

আজ (০৭ আগস্ট) বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলায় পৌছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন অফিস পরিদর্শনের সময় শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন তিনি। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি (অতিরিক্ত) সাবরিনা শারমিন। এ সময় উপজেলা চত্তরে ফিতা কেটে জ্ঞানপিঁড়ি উদ্বোধন ও একজন ভিক্ষুককে একটি দোকানঘর তুলেদেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
‎এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা মাসে বা ১৫ দিনে নিয়মিত ভাবে উপজেলা  গুলো পরিদর্শন করতে আসি। আপনাদেরও দায়ীত্ব সংশ্লিষ্ট অফিসারদের সকল কাজে আন্তরিক ভাবে সহযোগীতা করা।
‎সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দুর্গাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।  
‎এছাড়াও তিনি সকল দপ্তরের সার্বিক কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সাথে কাজ করার জন্য কর্মকর্তাদের উৎসাহিত করেন। 
‎এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রকল্প অফিসার (পজীপ) সাইফুল ইসলামসহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।