জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমকে জামালপুরের বিজ্ঞ আদালত কারাগারে পাঠিয়েছেন। ৩ জানুয়ারি বিকালে জামালপুরের বিজ্ঞ আদালতে জামিনের আবেদন না মঞ্জুর হওয়ায় তাকে কারাগারে পাঠায় পুলিশ।

 জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর খেওয়াঘাট এলাকায় ২০২২ সালের ১১ জুলাই মুক্তিযোদ্ধা নাদের হোসেনের ছেলে পেরিরচর গ্রামের  হয়রত আলীর পরিবারের সাথে মারামারি ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায়  মুক্তিযোদ্ধা নাদের হোসেনের ছেলে হয়রত আলী বাদী জামালপুরের বকশীগঞ্জের বিজ্ঞ সিআর আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। সিআর মামলা নং ২০৯(১)২০২২। ধারা ১৪৩/৪৪৭/৩৪২/৩৭৯/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯//৩৮০/৫০৬(২)/৩৪/১১৪।

  মামলায় দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমসহ ২৪ জনকে আসামী করা হয়। পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিম ছিলেন মামলার ৭ নম্বর আসামী। ওই মামলায় ৩ জানুয়ারি পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিম জামালপুরের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালতে জামিনের আবেদন না মঞ্জুর করেন। ফলে বিজ্ঞ আদালতে নির্দেশে ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।  ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া জেকে সেলিমের পক্ষে আদালতে আইনি লড়াই করেন এডভোকেট বাকী বিল্লাহ।