কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার সদর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ‘রোডে ডিভাইডার’ ও ‘সড়ক প্রশস্ত’ কাজে অনিয়ম দুর্নীতি কাজ ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আজ বুধবার (২৫ জুন) বিকেল ৬টায় হাসনাত আব্দুল্লাহ তার নিজ উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের রোডে দেবিদ্বার অংশের ডিভাইডার ও সড়কের দুই পাশে ৩ ফুট করে প্রশস্তের কাজে অনিয়ম ও নিম্নমানের উপাদান সামগ্রী ব্যবহারের অনিয়ম ধরেন হাসনাত আবদুল্লাহ।

সড়কের চলমান কাজের অনিয়ম ও প্রশস্তের কাজ সম্পূর্ণ করার আগেই খানাখন্দ ও ইটের সলিং ওঠে গেছে। এবং রোড ডিভাইডারের রড, সিমেন্ট ব্যবহারেও অনিয়ম রয়েছে বলে জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেবিদ্বারের যানজট নিরসন, জনভোগান্তি লাঘবে কাজটির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এতে জনগণের কোনো উপকারে আসেনি। কাজ সম্পূর্ণ হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে।’ তিনি তাৎক্ষণিক সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের প্রপাইটর ও সওজের নির্বাহী প্রকৌশলীর সাথে ফোনে কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন।