কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকা থেকে আলামিন (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
আজ বুধবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় পৌরসভার পান্নারপুল বাস স্টেশনের সাথে মদিনা বেকারির পেছনের একটি বাসা থেকে আল আল আমিনের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
নিহত আল আমিন মুরাদনগর উপজেলার দক্ষিণ দিলালপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মর্নিং পোস্ট প্রতিনিধিকে নিহত আল আমিনের বড় বোন জানান, আলামিন তার ছোট ভাই। এক যুগ আগে পারিবারিক ভাবে বিবাহ করালেও তার বউ তার সাথে সংসার করেনি, কারণ সে মাদকাসক্ত ছিল। গত দেড় মাস আগে তার বাড়িতে আসে, সেই থেকে এখানেই সে বসবাস করে আসছিল। কিন্তু নিয়মিত কাজ কর্ম না করে সারাক্ষণ মাদক নিয়ে পড়ে থাকত। একাধিকবার মাদক মামলায় পুলিশ তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।
বোন মুমা বেগম আরো জানান, তার স্বামী নেই, তিনি নিজেও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। আজ সকালে একসাথে খাবার খেয়ে তিনি ভিক্ষা করতে বের হয়ে যান। দুপুর ১২ টার পর বাড়িতে এসে দেখেন গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ ঝুলছে।
এ বিষয়ে যুবকের মেজো বোনের জামাতা তবদল হোসেন বলেন, এক যুগ আগে পারিবারিক ভাবে বিবাহ করলেও সাংসারিক ছিল না। ব্যক্তিগত জীবনে মানষিক ভারসাম্যহীন ছিল।
এ ব্যপারে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) শুভ কুমার শূর জানান, নিহত আল আমিন মাদকাসক্ত এবং মানষিক ভারসাম্যহীন ছিল। তার বাবা নেই, সে পরিবারের এক মাত্র ছেলে। মা প্যারালাইজডে বিছানায় শোয়া, ৬ বোন বিবাহিতা, ওরাই তার এবং তার মায়ের চিকিৎসা এবং ভরন পোষন করে আসছেন। কোন অভিযোগ না থাকায় তার মর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।