রমযান মাস মুসলিম উম্মাহর জন্য একটি বিশাল রহমতের মাস রমযান মাস, এ মাসে ইসলাম প্রিয়রা ইসলামিক কর্মকাণ্ড সহ সকল ধরনের অবৈধ কাজ থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ রোজা যাকাত দান সদকা সহ সাহরি ও ইফতার করে থাকেন একটু রহমত পূণ্যের জন্য। 
এই রমযান মাসে কুমিল্লা দেবিদ্বারে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আয়োজিত হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতার, আয়োজন করেন নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মূখ্যসংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ।
প্রতিযোগিতাটি শুরু হয়েছে দেবিদ্বার উপজেলার মডেল মসজিদে ২০ রমযান থেকে ৬দিন ব্যাপি প্রতিযোগিরা প্রতিযোগিতা করে আজ ৭ম দিন  বুধবার ( ২৬ মার্চ ২০২৫) বিকেলে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে  প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে ছিলেন জানাব হাসনাত আবদুল্লাহ মূখ্যসংগঠক দক্ষিণাঞ্চলে, প্রধান বিচারক হাফেজ মোঃ আমিনুল ইসলাম (মুরাদনগর), উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসনাত খাঁন, উপজেলা ভূমি অফিসার রায়হানুল আমিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি ও জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
হিফজুল কোরআন প্রতিযোগীতাকে "ক ও খ" ইউনিটে বয়স ভিত্তিক ভাবে দুটো ভাগ করেন। (১৮ বছর  নিচে ও উর্ধে)
ছোটদের "ক" ইউনিটে প্রথম হয়েছেন, হাফেজ মোঃ ইকরামুল হাছান উসমানী,  ২য় হয়েছেন হাফেজ আহমুদুল্লাহ, ৩য় হাফেজ মোঃ আয়মান হোসেন। 
"খ" ইউনিটে প্রথম হয়েছেন হাফেজ মোঃ জসিম উদ্দিন, ২য় হয়েছেন হাফেজ মোঃ আল-আমীন হোসেন, ৩য় হয়েছেন হাফেজ মোঃ দেলোয়ার হোসাইন। 
"পুরস্কার বিতরণ শেষে হাসনাত আবদুল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার মধ্যে যতগুল আসন আছে তার মধ্যে উল্লেখ যোগ্য হলো দেবিদ্বার। আমরা দেবিদ্বার কে এনসিপি'র মাধ্যমে সারা বাংলার মধ্যে একটি উল্লেখযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলবো।   আমাদের দেবিদ্বার সব আছে ব্যবসায়ী, অধিকাংশ মানুষ বিদেশ থাকে পড়াশোনা করে, অর্থনৈতিক ভাবে স্বাভলম্বি,চিকিৎসা সেবা, শুধু আমরা প্রশাসনিক কাঠামো সেবা থেকে দূরে আছি ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে আগামীতে। অনেক কাঠামো এখন ঠিক হয়ে গেছে আরও হবে। পরে মুনাজাতের মাধ্যমে দোয়া করা হয় এবং উপজেলার সকল স্তরের মানুষের সাথে খোলা আকাশের নিচে হাসনাত আবদুল্লাহ সহ সকলে  ইফতার পরিবেশনের মাধ্যমে সমাপ্তি করা হয়।