কুমিল্লা দেবিদ্বার উপজেলা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরেরে বাজেট ঘোষণা দেওয়া হয়।  এ নিয়ে হাসনাত আবদুল্লাহরও একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করেন।
 
দেবিদ্বার পৌরসভার বাজেটের বিভিন্ন খাতে বাজেটের পরিমান হলোঃ

 উপজেলার - দেবিদ্বার পৌরসভার এবারের বাজেট ৫৩.৯২ কোটি টাকা। 

২০২৫-২৬ অর্থ বছরে দেবিদ্বার পৌরসভার  ৫৩.৯২ কোটি টাকার  বাজেট ঘোষণা নতুন করারোপ না করেই। 

৫৩ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক। 

এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে।

দেবিদ্বার পৌরসভার এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৮শ' ১৭ টাকা। 

২ কোটি টাকা ১১ লাখ ১৫ হাজার ৬শ' ৭৭ টাকা উদ্বৃত্ত রেখে মোট ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৬'শ ৪০ টাকা। 

বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৪০ টাকা। 

রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ৬৪০ টাকা। বাজেটে সরকার ও বিভিন্ন প্রকল্প খাতে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫০ লাখ ১৬ হাজার ১৭৭ টাকা। 

উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

এবারের বাজেটে রাস্তা নির্মান খাতে সর্বোচ্চ ২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। 

এছাড়াও পানি নিস্কাশন ও জলবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার জন্য ১৪ কোটি  ৬০ লাখ টাকা।

পৌর সুপার মার্কেট নির্মাণের জন্য জমি ক্রয়ে ১ কোটি টাকা।

বিশুদ্ধ পানি সরবরাহ  ৮ কোটি ৯৭ লাখ টাকা।

পৌর পার্ক নির্মাণের জন্য জমি ক্রয়ে ১কোটি ২০ টাকা।

অবকাঠামো মেরামত, সংরক্ষণ ও পরিচালনা ২ কোটি ৬১ লাখ টাকা।

পৌর কর্মচারী বেতন ১ কোটি ৯৩ লাখ টাকা। 

রাস্তা আলোকিতকরণ ৭ লাখ ১৫ হাজার টাকা।

স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে  ৪৯ লাখ ৪০ হাজার টাকা।

এছাড়া দেবিদ্বার পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 'স্মার্ট সিটি' ও 'আরইউটিডিপি' সহ অন্যান্য প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।