ঢাকার দোহারের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যুবদল নেতাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌরসভা যুবদল।
শনিবার দুপুরে দোহার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা বলেন, কয়েকটি জাতীয় দৈনিকে যুবদল নেতা মোশারফ হোসেন, মাহাবুবুর রহমান বেপারীসহ কয়েকজনের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদন সত্য নয়।
লিখিত বক্তব্য পাঠ করেন দোহার উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন। তিনি জানান, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে যুবদলের কোনো নেতাকর্মী জড়িত নন। তিনি দাবি করেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি চক্র সাংবাদিকদের ভুল তথ্য দিয়েছে।
সংবাদ সম্মেলনে দোহার উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।