ভোলার দৌলতখানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।

ভোলার দৌলতখানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।বছরের প্রথম দিন ১ জানুয়ারি বুধবার বিদ্যালয় মিলনায়তয়ে বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম। অনুষ্ঠানে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানভাবে নতুন বই বিতরণ করেন। তবে  প্রাক প্রাথমিক শিক্ষার্থী ও দ্বিতীয় শ্রেণীর  শিক্ষার্থীরা হাতে পূর্ণাঙ্গ বই পেলেও প্রথম শ্রেণীতে বাংলা ইংরেজি এবং তৃতীয় শ্রেণীতে শুধু বাংলা বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ করিম জানান, উপজেলার একশত ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সতেরটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সহ একশত তেইশটি  প্রতিষ্ঠানে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে। এদিকে নতুন বছরের প্রথম দিনে  মাদ্রাসার প্রাথমিক স্তর এবতেদায়ী শ্রেণির কোন বই দৌলতখান উপজেলায় এসে পৌঁছে নি। ফলে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে  বই  না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার জানান, দৌলতখানে মাধ্যমিকের বই না পৌঁছানোর কারণে এবার শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ করা যায়নি। জানা যায়, দৌলতখান উপজেলায়  মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও এবতেদায়ী পর্যায়ের কোন বই এখানো এসে পৌঁছে নি।