বুধবার রাত সাড়ে ১০ টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্যাহ গ্রামের হজু পাটোয়ারী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।নিহত ফাতেমা ওই বাড়ির মোঃ শাকিলের মেয়ে এবং জুবাইদা মোঃ হোসেনের মেয়ে।তারা দুজন আপন খালাতে বোন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়।বুধবার বিকাল ৫ টার পর তারা নিখোঁজ হয়।নিখোঁজের পর থেকে তাদের বিভিন্ন জায়গায় সন্ধান করলেও খোজ মেলেনি। পরে রাত সাড়ে ১০ টায় বিবি ফাতেমাকে তাদের বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় খুঁজে পাওয়া যায়।তারপর স্থানীয়রা পুকুরে নেমে জুবাইদাকে পুকুরের গভীর থেকে উদ্ধার করেন।কিন্তু ফাতেমার লাশের কোন খোঁজ পাওয়া যায় নি। পরে দৌলতখান ফায়ার সার্ভিসকে তাদের ডুবরি দলকে আসতে বলা হয়।কিন্তু ফায়ার সার্ভিস জানায় তাদের ডুবুরি দল নেই এবং প্রয়োজনীয় সরঞ্জাম নেই তাই তারা আসতে পারবে না।পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে ফাতেমাকে খেজ করতে থাকে।প্রায় এক ঘন্টা খোঁজা খুঁজির পর ফাতেমার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
এবিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।