বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দৌলতখান উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যকরী কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ নিজাম উদ্দিন কে সভাপতি, সহ-সভাপতি মো. ইয়াছিন, মোঃ শামসুদ্দিন সেক্রেটারি ও মো. নিরব কে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়েছে। 
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় ইসলামী পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইসমাঈল হোসেন মনির, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ এ.জেড.এম. জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ হাসান তারেক হাওলাদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আশরাফ উদ্দিন, পৌর জামায়াতের আমির প্রভাষক গোলাম মাওলা সহ প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল হোসেন মনির বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যা খাই শ্রমিকদেরও সেই খাবার খেতে দিতে হবে। একমাত্র ইসলামই এদেশের ন্যায্য বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে পারে। 
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখী, অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম।