রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে পচাত্তর পুরিয়া হেরোইন সহ মোঃ আজগর শেখ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ ঘাট থানার সোহরাব মন্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে। শুক্রবার (১৪ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের দিক নির্দেশনায় এসআই মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পতিতাপল্লীর ভিতরে লতিফের বাড়ির সামনে গলির রাস্তার উপর থেকে মোঃ আজগর শেখকে ৭৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, আজগর শেখের বিরুদ্ধে মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৭ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে থানার এসআই মোঃ ফরিদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর দৌলতদিয়া এলাকার যৌনপল্লীর লতিফের বাড়ির সামনে গলির রাস্তা থেকে ৭৫ পুরিয়া হেরোইনসহ আজগর শেখকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।