রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ সাইদ শেখ (৪৭) ও ৭২ পিস ইয়াবাসহ শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ (৪১) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাঈদ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সৈয়দ আলী পাড়ার মোঃ মমিন শেখের ছেলে এবং শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বাহিরচর শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার সৈয়দ আলী খন্দকারের ছেলে।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর মেইনগেট পুলিশ বক্স সংলগ্ন আলমের চায়ের দোকানের সামনে ঢালাই রাস্তার উপর থেকে আম্বী শহীদকে ৭২ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতরে সাইদ শেখের বাড়ির দক্ষিণ পাশে মাঝের কক্ষে অভিযান চালিয়ে সাইদ শেখকে ৫ লিটার দেশি মদসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ রুস্তম আলী, এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
দৌলতদিয়া যৌনপল্লী থেকে দেশি মদ ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ সাইদ শেখ (৪৭) ও ৭২ পিস ইয়াবাসহ শহীদ খন্দকার ওরফে আম্বী শহীদ (৪১) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ



