শনিবার ৭ই ডিসেম্বর বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নীলা মাঠে উলামা পরিষদ গোপালগঞ্জ আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, গাছের শিকড়ে পানি ঢেলে উপরে ডাল ছেটে কোনো লাভ হবেনা, ডা আপনারা যা চাচ্ছেন তা বাস্তবায়ন করতে পারবেন না। শুধুমাত্র বৃক্ষের ডাল ছাটলে হবেনা, পুরো গাছটা উপরে ফেলতে হবে। সংবিধান থেকে কোরআন সুন্না-বিরোধী আইন ও নীতিমালা করার যে ওপেন স্পেস তা বন্ধ করতে হবে। ভারতের সংবিধান থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষতা নামক কুফুরী মতবাদ দিল্লীর ওপারে ট্রান্সফার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে আজধর্মনিরেপেক্ষতা বাতিল করে আল্লাহর উপর আস্থা বিশ্বাস ও ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে।
তিনি আওয়ামীলীগের করুণ পরিণতির কারণউল্লেখ করে বলেন, আলেম সমাজকে কখনোই দাম দেয়নি আওয়ামীলীগ। আলেম সমাজ যদি কোন রাজনৈতিক পরামর্শ দিয়েছে তা তারা কখনোই আমলে নেয়নি। তাই তাদের এমন করুণ পরিণতি। এজন্য ভবিষ্যতে রাজনীতিতে আসলে এটা মাথায় রাখারও পরামর্শ দেন তিনি। উলামা পরিষদ গোপালগঞ্জ এর সভাপতি মাওলানা ফুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মক্কা শরীফের সরলাতিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট এর কেন্দ্রীয় সেক্রেটারী আহমাদ আলী সিরাজ মাদানী, বেফাফুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিআতুল উলুমিল ইসলামীয়া ঢাকা’র শায়খুল হাদিস