শিক্ষক পরিষদ ধামরাই সরকারি কলেজ, ঢাকা কতৃক জাঁকজমকপূর্ণ আয়োজনে হাজারো মানুষের সমাগমে আড়ম্বরপূর্ণভাবে পালিত হলো ধামরাই সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০/০১/২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে দিনব্যাপী অনুষ্ঠানসূচী শুরু করা হয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই সরকারি কলেজ ও বিশ্বিবদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. মো: সেলিম মিয়া। ধামরাই কলেজের ছাত্রছাত্রীদের সমন্বয়ে সর্বমোট ১০ টি স্টল নিয়ে পিঠা উৎসবের আয়োজন করা হয়, ধামরাই উপজেলার বিভিন্ন প্রান্ত হতে মানুষ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যপক উদ্দীপনায় যোগদান করেন। এ সম্পর্কে ধামরাই সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম মিয়া বলেন প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে পিঠা উৎসবের আয়োজন করা হয়, ধামরাই কলেজ ছাত্রছাত্রীদের পাশাপাশি ধামরাই সর্বসাধারণের জন্য পিঠা উৎসব উন্মুক্ত থাকায় হাজার মানুষের সমাগম হয় ও মানুষ খুশি মনে উৎসবে সম্পৃক্ত হয় ও আনন্দঘন মুহুর্তের সৃষ্টি করে। সর্বোপরি ধামরাই কলেজের সকল ছাত্রছাত্রী সহ উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।