নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টার সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার(ভূমি) জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। 

শোভাযাত্রা শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজিত লোকজ মেলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোকজ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্টলে স্টলে বিভিন্ন পণ্যের পসরা সাজায়। 

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী মো. আবদুল হাকিম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ।