নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে সেলিম হোসেন (২২) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১২ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জোয়ানপুর বিহার এলাকায় মহাদেবপুর-মাতাজিহাট সড়কের পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত অটোরিকশা চালক সেলিম হোসেন উপজেলার আলী দেওয়ানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, মহাদেবপুর-মাতাজি আঞ্চলিক সড়ক দিয়ে চলাচলকারী লোকজন পঁচা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর রাস্তার পাশের একটি পুকুরে অর্ধগলিত ভাসমান একটি লাশ দেখতে পান। লাশের শরীর পঁচে দুর্গন্ধ ছড়ানোয় ধারণা করা যায় বেশ কয়েক দিন আগে সেলিমকে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। লাশটি পুকুরের পানিতে উপুড় হয়ে থাকায় তাৎক্ষনিকভাবে তার মুখ দেখা যাওয়ায় পরিচয় সনাক্ত করা না গেলেও লাশ পুকুর থেকে উঠানোর তার পরিচয় সনাক্ত করা হয়।সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, গত ৮ ডিসেম্বর নিহত সেলিমের পরিবার থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। সেই ডায়েরি মতে গত ৫ ডিসেম্বর সে অটোরিকশা নিয়ে বেড়িয়ে যায়। তারপর আর সে বাড়িতে ফিরেনি। তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি পর না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। আজ সন্ধ্যার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।