বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নড়াইল জেলা বিএনপির কাউন্সিল সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় বলেন। জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কাউকে ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে অপশাসন কায়েম করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে। রাষ্ট্র কাঠামো কে মেরামত করতে হবে। জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই। এছাড়া স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন কর্মকান্ড, গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে । নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রসহন করেছে। বিরোধী দলের প্রতি দমন পীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্ম সম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন-জেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহবুব মুর্শেদ জাপল ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ। ৭০৭ জন কাউন্সিলর তাদের ভোটাধিকারের সুযোগ পেয়েছেন। নড়াইল জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ্বাস জাহাঙ্গীর আলম । সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার ইজাজুল হাসান বাবু।