কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।রোববার ২৭ ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কার্যক্রম পরিচালনা করেন তারা। সরেজমিনে দেখা যায়,সকাল থেকে শাখা ছত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ফুল ও খবার পানি দিয়ে নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানান। এসময় নেতাকর্মীদের সারিবদ্ধভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।
এ নিয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব- মোস্তাফিজুর রহমান শুভ বলেন,সাময়িক সময়ের জন্য বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ হওয়ায় আমরা প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন ফটকের বাহিরে নবীন শিক্ষার্থীদের ফুল ও পানি দিয়ে বরন করে নিয়েছি। আমরা চাই নবীনদের নিয়ে একটি সুন্দর শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস উপহার দিতে। সেজন্য আমরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খলভাবে ফটকের বাহিরে নবীনদের স্বাগত জানিয়েছি।