নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে চাঁদাবাজি, হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়ন যুবদল সভাপতি মনির উজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে নরসিংদী সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পলাশ থানার ওসি মো. মনির হোসেন।
এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ডাঙ্গার চরডাঙ্গা এলাকায় কনফিডেন্স সিমেন্ট কারখানায় ট্রলারযোগে ২৫-৩০ জনের একটি দল হামলা চালায়। ওই সময় শ্রমিকদের ওপর হামলা, কক্ষ ভাঙচুর, লুটপাট এবং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়। এতে অন্তত সাতজন শ্রমিক আহত হন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, স্থানীয় কয়েকজন যুবদল নেতা ড্রেজার প্রকল্পে কাজ পাওয়ার জন্য মালিকপক্ষকে চাপ দিচ্ছিলেন। দাবি না মানায় পরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটে।
পরে ওই দিনই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ওসি মনির হোসেন বলেন, "মামলার প্রধান আসামি মনির উজ্জামানকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মনির উজ্জামান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। তার গ্রেপ্তারে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।