নরসিংদীর রায়পুরায় ‘শহীদ আবু সাঈদ স্কুল’ এর নামফলক উন্মোচন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের নতুন নামের ফলক উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।


অনুষ্ঠানে বক্তারা শহীদ আবু সাঈদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগের কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের এ নামকরণ শুধু শিক্ষার্থীদের নয়, বরং পুরো রায়পুরাবাসীর জন্য এক গর্বের বিষয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ নামকরণ করা হয়। শহীদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার স্মৃতিকে অমর করে রাখতে এই বিদ্যালয়ের নামকরণ শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ২০১৪ সালে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল ‘আশরাফুন্নেছা পাবলিক স্কুল’। উল্লেখ্য, রাজিউদ্দিন আহমেদ রাজু ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই দফায় ডাক ও টেলিযোগাযোগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের নাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।