তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল নাগরিককে দূতাবাসের উপস্থিত থেকে সরকারি খরচে বাহরাইন ফিরে আসার অনুরোধ জানিয়েছেন বাহরাইন সরকার। বাহরাইন দূতাবাস কর্মকর্তা জানান, বেশ সংখ্যক বাহরাইন নাগরিক লেবাননে দীর্ঘদিন বসবাস করে আসছেন। যার অধিকাংশ নাগরিক মূলতঃ ছাত্র-ছাত্রী। তিনি বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার জন্যে দূতাবাস লেবাননের বায়রুত রফিক হেরিরি আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল।

বাহরাইন নাগরিকদের লেবানন থেকে নিজ মাতৃভূমিতে ফেরার অনুরোধ জানিয়েছেন সরকার। সিরিয়ার ডামাকাসে অবস্থিত বাহরাইন দূতাবাসের সূত্রমতে, বাহরাইন এম্বাসেডর জনাব, ওয়াহিদ মোবারক সায়ার নিশ্চিত করেন, লেবাননে থাকা বাহরাইনের সকল নাগরিকদের বাহরাইন ফিরে আসার ব্যবস্থা করা হয়েছে।

তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল নাগরিককে দূতাবাসের উপস্থিত থেকে সরকারি খরচে বাহরাইন ফিরে আসার অনুরোধ জানিয়েছেন বাহরাইন সরকার। বাহরাইন দূতাবাস কর্মকর্তা জানান, বেশ সংখ্যক বাহরাইন নাগরিক লেবাননে দীর্ঘদিন বসবাস করে আসছেন। যার অধিকাংশ নাগরিক মূলতঃ ছাত্র-ছাত্রী। তিনি বলেন, নাগরিকদের ফিরিয়ে আনার জন্যে দূতাবাস লেবাননের বায়রুত রফিক হেরিরি আন্তর্জাতিক বিমানবন্দরে সবধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছিল।

কিন্ত বায়রুত বিমানবন্দরের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দেয়ায় বাহরাইন দূতাবাস নাগরিকদের লেবানন থেকে সড়ক পথে সিরিয়া নেয়ার ব্যবস্থা করেছেন। এম্বাসেডর সায়ার শংকা প্রকাশ করে বলেন, ইসরায়েল এবং হিজ্বুল্লাহ মধ্যকার চলমান যুদ্ধ বিগ্রহ ক্রমান্বয়ে আতংক সৃষ্টি করেছে। সম্প্রতি ইসরায়েলের নিয়ন্ত্রিত গোলান হাইটস্ এ রকেট হামলায় ১২ জন যুবকের নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল হিজ্বুল্লাহকে এই হামলা চালানোর জন্যে অভিযুক্ত করেছে এবং বৈরুতে হিজ্বুল্লাহর কমান্ডার হত্যার প্রতিশোধ নিয়েছে বলে দাবি করছে।

তিনি আরো বলেন, যেহেতু লেবানন বসবাসকারী নাগরিকদের মধ্যে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী এবং তেমন সংখ্যক পর্যটক নেই।তাই তাদের ফিরিয়ে নিতে দূতাবাস সক্রিয় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এবং বাহরাইন সকল নাগরিককে নিরাপদে মাতৃভূমিতে ফিরিয়ে আনতে বাহরাইন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত বছরের অক্টোবর মাসে লেবানন বসবাসকারী বাহরাইন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সতর্কতা বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে দূতাবাস আরো বলেন,  সাময়িকভাবে বৈরুত বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় প্রথমে সড়কে পথে নাগরিকদের লেবানন হতে সিরিয়া নিয়ে আসা হবে। পরবর্তীতে সিরিয়ার রাজধানী ডামাকাস হতে বিমানযোগে ডামাকাস বিমানবন্দর হয়ে বাহরাইন বিমানবন্দরে নিরাপদে পৌছানোর সব ধরনের সুব্যবস্থা রাখা হয়েছে