বুধবার বিকেল ছয়টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, সে নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের সোলেমানের কন্যা। স্থানীয় এলাকাবাসী জানায়, তার মাথায় সমস্যা আছে এবং সে একজন মৃগী রোগী। সে কখন বাড়ি থেকে বের হয় তার পরিবার তা জানে না। সে সব সময় নাঙ্গলকোট বাজারে এসে বিভিন্ন দিকে যায়, কখন সে মারা গেছে তার পরিবার তাও জানে না।তার পিতা একজন বেকার শ্রমিক। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ একে ফজলুল হক জানান, সে একজন মৃগী রোগী, আর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়, কোন অভিযোগ না পেলে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।