নাটোরের গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বীরবাজার। এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক বীরবাজার চন্দ্রপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৪টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করা হয়। শফিকুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গুরুদাসপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, অসাবধানতায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।