নিহত ব্যক্তি নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুর হামিদ সরকারের ছোট ছেলে আব্দুর রফিক (৫৫) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১)।প্রত্যক্ষদর্শীরা জানায় নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়।

নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর আরোহী গুরুতর আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ব্যক্তি নাটোর শহরের মোহনপুর এলাকার আব্দুর হামিদ সরকারের ছোট ছেলে আব্দুর রফিক (৫৫) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১)।প্রত্যক্ষদর্শীরা জানায় নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। নাটোর আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রফিক সরকারকে (৫৫) মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত বাগাতিপাড়া  টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন (৪০) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার (৩১) আলীর মৃত্যু হয়।এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মর্নিং পোস্ট কে বলেন পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়েছে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।