নাটোর প্রেসক্লাবের চার যুগ পূর্তি উৎসব পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে বর্ণিল উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
   নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এর সভাপতিত্বে ও সহ- সভাপতি এবং যুগান্তরের নাটোর প্রতিনিধি মোঃ শহীদুল হক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বিএনপি'র কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী এডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
  প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তা অপরিহার্য। দেশ ও জাতি গঠনে সংবাদ মাধ্যম অনবদ্য ভূমিকা পালন করে। তাই আমাদের উচিৎ হবে স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। সব সময় আমরা গণমাধ্যম কর্মীদের বিভিন্ন সমস্যায় তাদের সাথে ছিলাম আছি থাকবো।
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী ও মোস্তাফিজুর রহমান শাহিন, পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসাদ বিন আবু সাঈদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শেখ ওবায়দুল্লাহ মীম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সূধীবৃন্দ।