নারীরা বিচারে হয় অবিচার,নারী কোথাও নিরাপদ নয়

নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ  দিবস উপলক্ষে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর একেকটি নির্দিষ্ট প্রতিপাদ্য দিবস পালন করে আসছে। এবছর  প্রতিপাদ্য বিষয়  " নারীরা বিচারে হয় অবিচার,নারী কোথাও নিরাপদ নয়" বাংলাদেশে  মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ৯ নং সাতগাঁও ইউনিয়ন অন্তর্ভূক্ত সাতগাঁও চা বাগান মাঠে নারী প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেছে "তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম"। ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয় নারী সম্মেলনে ২৫ নভেম্বরকে " নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস" ঘোষণা করে। বাংলাদেশে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর মোট ১৬ দিন ব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে অংশগ্রহণ করবে। নারীর উপর সকল প্রকার হয়রানি,নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে বাংলাদেশের সরকার ও প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,  সকল বয়সের সকল শ্রেণি- পেশার মানুষ, বেসরকারী প্রতিষ্টানসমূহ এবং  সাধারণ জনগণ সর্বাধিক গুরুত্বে জোরালো ভূমিকা,কার্যকর উদ্দ্যোগ গ্রহণ করা এবং প্রত্যেক অপরাধীর নিরপেক্ষ বিচার সুনিশ্চিত করার জন্য দাবী উপস্থাপন করেন নারী পক্ষ নেতৃবৃন্দ।শ্রীমঙ্গলে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে নারী প্রীতি ফুটবল ম্যাচ দেখতে অধির আগ্রহে ফুটবল প্রেমী ক্রীড়ামতি দর্শক, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী,চা বাগানবাসীসহ  সুদূর ঢাকা থেকে আগত নারীপক্ষ নেতৃবৃন্দ অতিথিগণ খেলা দেখতে আসেন শ্রীমঙ্গলে। একে একে  মাঠের চারপাশে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। ফুটবল খেলা শুরুর আগে  প্রধান অতিথি মৌলভীবাজার জেলা  মহিলা বিষয়ক অধিদপ্তর   উপ পরিচালক শাহেদা আক্তার ও  সামিয়া আফরিন- প্রকল্প পরিচালক, নারীপক্ষ, বিশেষ অতিথিদের  ফুলেল শুভেচ্ছা জানানঅতিথিগণ,রেফারী ও খেলোয়ার'রা দু' সারি লাইনে  মাঠে প্রবেশ, জাতীয় সংগীত গাওয়া, দু' দলের খেলোয়ার হাতের মেলবন্ধন, প্রধান অতিথি মৌলভীবাজার জেলা  মহিলা বিষয়ক অধিদপ্তর   উপ পরিচালক শাহেদা আক্তার ও  সামিয়া আফরিন- প্রকল্প পরিচালক, নারীপক্ষ নেতৃবৃন্দ মাঠে মধ্যস্হর গোল দাগে ফুটবল পায়ে লাথি মেরে নারী প্রীতি ফুটবল ম্যাচ শুভ উদ্ধোধন করেন। নারী প্রীতি ফুটবল ম্যাচে  উপজেলা মির্জাপুর ইউনিয়ন সাইফ চা বাগান বনাম সাতগাঁও ইউনিয়ন সাতগাঁও চা বাগান প্রতিদন্ধিতা করেন। খেলা গোল শূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে সাইফ চা বাগান ২-১সাতগাঁও চা বাগান গোলে জয়লাভ করে।শ্রীমঙ্গলে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসে নারী প্রীতি ফুটবল ম্যাচ পরিমল সিং বাড়াইক - প্রধান নির্বাহী, MCJAF, মাহানুর রহমান-টিলা ক্লার্ক,সাতগাঁও চা বাগান, কাজল কালিন্দী, সভাপতি, সাতগাঁও চা বাগান, রাজেশ কৈরী,উপজেলা নির্বাচন অফিসার, শ্রীমঙ্গল উপজেলা,মাকসুদা খাতুন- প্রকল্প ব্যবস্থাপক,নারীপক্ষ,সীমা মুন্ডা- সদস্য, তারুণ্যের কন্ঠ স্বর, অভিনাষ তংলা-সদস্য,তারুণ্যের কন্ঠস্বর প্রমূখ উপস্থিত ছিলেন।  সঞ্চালনায় ছিলেন  স্বপন সাঁওতাল, ফেলো,নারীপক্ষ।