সারাদেশে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা নাগরিক প্লাটফর্মের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহুরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, আমিনুন নাহার পিয়া, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ প্রমূখ। কর্মসূচিতে জেলা নাগরিক ফোরামের সদস্যরা ছাড়াও যুব ফোরাম সদস্য, শিক্ষার্থী ও গণ্যামান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসংতা রোধে অন্তর্বতী সরকারের দৃঢ় পদক্ষেপ কামনা করেন। দ্রæত এর রাশ টানা না গেলে ভবিষ্যতে এ ধরণের সহিংসতা আরও বাড়বে।