প্রতিবারের মতো এবারকার অমর একুশে বই মেলায় থাকবে তরুন লেখকদের উপস্থিতি।বাংলাদেশের সর্ববৃহৎ এই বই মেলায় স্বভাবতই ভীড় থাকে বইপ্রেমী সহ অন্যান্য মানুষের।

প্রতিবারের মতো এবারকার অমর একুশে বই মেলায় থাকবে তরুন লেখকদের উপস্থিতি।বাংলাদেশের সর্ববৃহৎ এই বই মেলায় স্বভাবতই ভীড় থাকে বইপ্রেমী সহ অন্যান্য মানুষের। তাই লেখকদেরও আগ্রহের তুঙ্গে থাকে এই বই মেলা।মাসব্যাপী আয়োজিত এই বইমেলাকেই কাজে লাগাতে চান তরুণ লেখকরা। এরই ধারাবাহিকতায় এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২৫ উপলক্ষে আসছে তরুন লেখক নাসিম আহমেদ শুভ'র তৃতীয় উপন্যাস 'যদি পাশে থাকো'। উপন্যাসটি প্রকাশ করবে সাহিত্যপিডিয়া প্রকাশনী।এর আগে লেখকের আরও দুটি বই প্রকাশিত হয়েছে। যা পাঠকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। তাই ধারাবাহিকতা বজায় রাখতে নতুন এই উপন্যাস প্রকাশ করছেন বলে জানান লেখক। উপন্যাসটি একটি সম্পর্কের নানান টানাপোড়েন নিয়ে লেখা। যেখানে পরস্পরের প্রতি নিখাঁদ ভালোবাসা,সম্মান এবং যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অসামান্য মিল থাকা সত্যেও কোথায় যেন সম্পর্কের অপূর্ণতা থেকে যায়। সে অপূর্ণতার গল্প নিয়েই এই উপন্যাসটি সাজানো। বইটি নিয়ে লেখক বলেন, 'আমি সব সময় আমার ভেতর থেকে সামাজিক বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি। এই বইটিতেও তাই করেছি। আমাকে যারা পড়েন বা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আশা করি বইটি সবার মন জয় করে নিতে সক্ষম হবে। লেখক নাসিমআহমেদ শুভ অধ্যায়ন করছেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে। ইতিমধ্যে তার দুটি বই " ছন্নছাড়া " ও " রূপায়ন মাঠ" পাঠকপ্রিয়তা পেয়েছে।