গতকাল বুধবার, ০৫,০৩,২০২৫, তারিখ, রাজধানীর একটি হাসপাতালে স্বাভাবিক মৃত্যু বরণ করেন স্বপ্না চৌধুরী তিনি বাংলাদেশের বিনোদন সাপ্তাহিক "ঝিলমিল" অল মিডিয়া নিউজ.. ম্যাগাজিনের প্রকাশক ছিলেন।
তিনি দুই সন্তানের জননী, তার বড় মেয়ে সাইকোলজিস্ট, সারিতা ইসলাম কেয়া (৩৮),
ছেলে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের (খ) শ্রেণীর সঙ্গীত শিল্পী এবং প্রধান সম্পাদক ঝিলমিল, প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমানে তমাল চৌধুরী প্রতিষ্ঠাতা সংগঠক সভাপতি- মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (মিজাব)
গতকাল তারাবি নামাজ এর পর ধানমন্ডি, রায়েরবাজার বড় মসজিদে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ হয়েছে । আগামী ৯ মার্চ বাদ আছর মরহুমার আত্মার শান্তি কামনা ও দোয়া মাগফেরাত কামনা করা হবে । সকলের কাছে দোয়া ও রায়েরবাজার বড় মসজিদের দোয়াতে উপস্থিত থাকার বিশেষ ভাবে অনুরোধ করেন তার ছেলে তমাল চৌধুরী।