ন্যাশনাল ইনিস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা "NITER IV 2023" এ মেরিটাইম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির বিতার্কিকেরা ৪ টি প্রিলিমিনারি রাউন্ড শেষে ট্যাবে ৯ম ব্রেক করেন।
২৮ টি দলের অংশগ্রহণের পর ৪ টি রাউন্ডের ৩ টি রাউন্ডে জয়লাভ করে রিজার্ভ ব্রেক অর্জন করেন তারা। উক্ত বিতর্ক দলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যথাক্রমে নেভাল আর্কিটেকচার এন্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নূর মোহাম্মদ শুভ, ১ম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বিন আশরাফ এবং পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট এর ১ম বর্ষের শিক্ষার্থী মো. রিফাদুল ইসলাম।
উক্ত টিমের সদস্য নূর মোহাম্মদ শুভ বলেন, মেরিটাইম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর বিতার্কিকেরা বরাবরই জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় সফল হয়ে আসছে। একটি নবীন বিশ্ববিদ্যালয়ের সংঘ হিসেবে খুব অল্প সময়েই এ ধরণের সাফল্য ভুয়সী প্রশংসার দাবিদার।