গতকাল কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র নিহত হওয়ার প্রেক্ষিতে, পর্যটক নিরাপত্তা নিশ্চিত করো, বীচ ব্যবস্থাপনায় গাফেলতি বন্ধ করো!

গতকাল কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র নিহত হওয়ার প্রেক্ষিতে,
পর্যটক নিরাপত্তা নিশ্চিত করো, বীচ ব্যবস্থাপনায় গাফেলতি বন্ধ করো! নিখোঁজ শিক্ষার্থীদের জীবনের দায় কে নেবে? পর্যটন বান্ধব ও নিরাপদ সমুদ্র চাই এই শ্লোগান কে সামনে রেখে  আজ ৯ ই জুলাই কক্সবাজার লাবনী পয়েন্ট ভয়েস অব ভোলান্টিয়ার্স কক্সবাজার সংগঠন এর আয়োজনে নিরাপত্তাহীন সমুদ্র, বীচ ম্যানেজমেন্টর কমিটির স্বেচ্ছাচারিতা, অপরিকল্পিত সৈকত ব্যবস্থাপনা সহ নানান অনিয়ম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
ইমরান হোসেন নবীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্যে রাখেন ভয়েস অব ভোলান্টিয়ার্স কক্সবাজারের স্বেচ্ছাসেবক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল হাসান, এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব এস এম সুজা উদ্দিন সুজা, আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র কক্সবাজার জেলার  সংগঠক সাইফুল ইসলাম বাপ্পা, কক্সবাজার ব্লাড ডোনাস'স সোসাইটির পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হোসাইন,ভয়েস অব ভোলান্টিয়ার্স কক্সবাজারের অন্যতম সদস্য জাকির হোসাইন, সাইফুল ইসলাম বাপ্পা,আরিফুর ইসলাম, রফিকুল ইসলাম সহ অনেকেই।
উক্ত মানববন্ধনে বক্তৃতারা বলেন কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা বাড়াতে লাইফ গার্ড এর স্থায়ী পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন ও টাওয়ার সংখ্যা আরও বৃদ্ধি করা।
কক্সবাজার সমুদ্র সৈকতে বর্তমানে বেশ কিছু লাইফ গার্ড কাজ করছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রতি দিন হাজার হাজার পর্যটকের ভিড়ে আর বিশাল এই সৈকতের প্রতিটি অংশে নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সংখ্যক লাইফ গার্ড যথেষ্ট নয় বলে জানান স্বেচ্ছাসেবকরা, সরকারি ভাবে লাইফ গার্ড নিয়োগ প্রদান করে সৈকতের টেকনাফ, পাটোয়ারটেক, ইনানী, হিমছড়ি, কলাতলী, সুগন্ধা, লাবনী, শৈবাল ও ডায়বেটিকস পয়েন্টে নজরদারি বাড়াতে হবে এবং আন্তজাতিক মানের সীনেট স্থাপনের দাবি জানান ।
 বিশেষভাবে  কক্সবাজার আগত সকল পর্যটকদের সচেতন করার জন্য প্রতিটি হোটেল ও কটেজ এ প্রচারনা মূলক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে ।
মানববন্ধন  শেষে পর্যটকদের সচেতন করার জন্য সৈকত এ প্রচারনা মূলক পদযাত্রা করা হয় ।