বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে মেহেদী জেনারেল স্টোর এবং নিউ মেহেদী স্টোর এ অভিযান পরিচালনা করা হয়।

০২ মার্চ ,২০২৩ তারিখ রবিবার দুপুর ১টায় জেলা প্রশাসক, বগুড়া মহোদয়ের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণে নকল সেমাই জব্দ করা হয়।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয় এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: রাসেল এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে মেহেদী জেনারেল স্টোর এবং নিউ মেহেদী স্টোর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকান মালিক সাইফুল ইসলাম এর "মেহেদী জেনারেল স্টোর" এ বিপুল পরিমাণ (প্রায় ১০০ কেজি) নকল সেমাই জব্দ করা হয় এবং জনসম্মুখে জনস্বার্থে ধ্বংস করা হয়। এছাড়াও "নিউ মেহেদী স্টোর" এ বিপুল পরিমাণ মেয়াদহীন খাদ্য পণ্য পাওয়া যায়। প্রতিষ্ঠান দুটিকে নকল সেমাই বিপণন ও মেয়াদহীন খাদ্য পণ্য বিপণন এর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৫,০০০/- করে মোট ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান পরিচালনায় বগুড়া জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।