বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মডেল প্রেসক্লাবে তাসলিমা নামে এক বিধবা নির্যাতিতা নারী সংবাদ সম্মেলন করেছেন।

বগুড়ার  শিবগঞ্জ উপজেলার মোকামতলা মডেল প্রেসক্লাবে তাসলিমা নামে এক বিধবা নির্যাতিতা নারী সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। তাসলিমা উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সাকিব হাসান লিওনের স্ত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আমার জীবনের নিরাপত্তা ও আমার স্বামীর দানকৃত জমি রক্ষার্থে এই সংবাদ সম্মেলন করি। আমার স্বামী কর্তৃক আমাকে দানকৃত জমিজমা আমার ভাসুর গং বেদখল করার চেষ্টা করছেন। আমার ভাসুর গং যথাক্রমে ১.হারুন অর রশিদ মিঠু ২.হামিদ সোহেল ৩.আহসান হাবিব জুয়েল আমার নামে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করে আসছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার দুটি মেয়ে সন্তান আছে। তাঁদের ভবিষ্যৎ গড়ার লক্ষে প্রশাসন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তা চাই।