নীলফামারীতে সদর হাসপাতাল গেটের সামনে পিকআপের ধাক্কায় উকিলের মোড় কুখাপাড়া (ধনী পাড়া) এলাকার মৃত্য বছদ্দিন মাহমুদের ছেলে আইয়ুব আলী নামে এক নিহত হয়েছেন তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন নীলফামারী জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এ সময় সংগে থাকা নুর ইসলাম নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

নীলফামারীতে সদর হাসপাতাল গেটের সামনে পিকআপের ধাক্কায় উকিলের মোড় কুখাপাড়া (ধনী পাড়াএলাকার মৃত্য বছদ্দিন মাহমুদের ছেলে আইয়ুব আলী নামে এক নিহত হয়েছেন তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন  নীলফামারী জেলা ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন।  সময় সংগে থাকা নুর ইসলাম নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

 আইয়ুব আলী শনিবার (১৪ই অক্টোবররাত .৩০ টায় রাতে অফিসের কাজ শেষে চৌরঙ্গী মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়নীলফামারী জেনারেল হাসপাতাল এলাকায় রিকশাটি পৌছা মাত্রই পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিলে  দুর্ঘটনাটি ঘটে

 সময় রিকশাটি ছিটকে গিয়ে রিকশার চালকসহ আইয়ুব আলী গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আইয়ুব মারা যায় এবং রিকশার চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নীলফামারী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান দৈনিক মনিং পোষ্টকে বলেনআইয়ুব আলী রিকশা থেকে পড়ে যাওয়ার পর স্ট্রোক করেছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্যনীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতানভীরুল ইসলাম দৈনিক মনিং পোষ্টকে বলেনআমরা জানতে পেরেছি সদর হাসপাতালের সামনে পিকআপের ধাক্কায় একজন রিকশা আরোহী মারা গেছেন পিকআপ সহ চালক পালিয়ে গেছেনচালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।