নীলফামারীর ডোমারে বাবার ইজিবাইক চালাতে গিয়ে নিখোঁজ কিশোর আরিফ হোসেনের (১৪) মর দেহ উদ্ধার করেছে পুলিশ ।গতকাল শুক্রবার (২৬) আগস্ট দুপুরে উপজেলার বড় রাউতা মাঝাপাড়া গ্রামের একটি গভীর নলকূপের ঘর থেকে নিখোঁজ এক সপ্তাহ পর মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ হোসেন উপজেলার ছোট রাউতা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে জমিতে সার দিতে গিয়ে লালন নামের স্থানীয় এক কৃষক প্রথমে মরদেহর গন্ধ পান। পড়ে আশেপাশের লোকজনদের ডেকে খোঁজাখুঁজি করলে সেচ পাম্প  ঘরে  মরিচের গাছ দিয়ে ঢাকা একটি মরা দেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ( সিআইডি )মরা দেহটি উদ্ধার করেন । পরে নিহতের স্বজন মরা দেহ শনাক্ত করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন  নবী মর্নিং পোস্টকে বলেন, আজ দুপুর প্রায়(১)একটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে  যাই । অর্ধগলিত অবস্থায় অপরাধ তদন্ত বিভাগ রংপুরের একটি  বিশেষ দল মরা দেহ উদ্ধার করেন। পরিবার প্রাথমিকভাবে শনাক্ত করেছে। আরো নিশ্চিত হওয়ার জন্য মরা দেহটি ময়লা তদন্তের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ শে আগস্ট সন্ধ্যায় বাবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় আরিফ। পরে কোথাও খুঁজে না পেয়ে তোমার থানা একটি সাধারণ ডায়েরি করেন আরিফের বড় বোন ঝর্ণা  আক্তার কেয়া।