ইসলামী আইনজীবী পরিষদ,নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে আজ ২২শে মার্চ,২০২৫ শনিবার নেত্রকোণা আইনজীবী বার এ জেলার বিশিষ্ট আইনজীবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আইনজীবী পরিষদ,নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক এড. এনামুল হক মুর্শেদ বেগ।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,নেত্রকোণা জেলা সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকেমী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা সভাপতি মুফতি ওমর ফারুক ওফা,জেলা সাধারণ সম্পাদক যাকারিয়া আকন্দ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা সভাপতি সায়াদ আল ফাহীম।
আরো উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী সহ জেলার বিজ্ঞ ও বিশিষ্ট আইনজীবীগণ।
এসময় বক্তারা ইসলামের বিভিন্ন সুন্দর দিক তুলে ধরেন এবং দেশের স্বার্থে, মানবতার স্বার্থে ইসলামের স্বার্থে একত্রে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।
বক্তারা আরো বলেন,বিগত ১৬ বছর তারা এরকম একটি প্রোগ্রাম আয়োজিত হতে দেখেননি। কিন্তু স্বৈরাচারের পতন হওয়ার পর এরকম একটি চমৎকার প্রোগ্রাম আয়োজিত হয়েছে। এজন্য তারা ইসলামী আইনজীবী পরিষদকে ধন্যবাদ জানান।